• হোম > বাংলাদেশ > ৭ মণ ওজনের মাছ ৫০ হাজার টাকায় বিক্রি!

৭ মণ ওজনের মাছ ৫০ হাজার টাকায় বিক্রি!

  • শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২, ১২:৪৮
  • ৬৫২

 ৭ মণ ওজনের মাছ ৫০ হাজার টাকায় বিক্রি!

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গভীর সাগরে ধরা পড়েছে সাত মণ ওজনের শাপলাপাতা মাছ। মাছটি ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সিতে মাছটি বিক্রি করা হয়।

মাঝি আনিস মিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরি। কিন্তু এখন পর্যন্ত শাপলাপাতা মাছ পাইনি। এত বড় মাছ আমার জালে এই প্রথম ধরা পড়ল। আমি চেয়ারম্যানঘাটের মেঘনা ফিশিং এজেন্সির মাধ্যমে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।

মেঘনা ফিশিং এজেন্সির ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, নিলামে অনেক বেপারি অংশগ্রহণ করেন। বেপারি মানিক সওদাগরের কাছে সাত মণের মাছটি ৭ হাজার টাকা মণ ধরে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, সমুদ্রে মাছটি পাওয়া যায়। এ সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিশ বা স্টিং ফিশ। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129897 ,   Print Date & Time: Sunday, 19 October 2025, 06:52:33 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group