• হোম > আইন-অপরাধ | ঢাকা | বাংলাদেশ > রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

  • শনিবার, ১৯ নভেম্বর ২০২২, ১০:৪০
  • ৮৯০

 রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৫

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শনিবার (১৯ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে থেকে ২ হাজার ২২২ পিস ইয়াবা, ৭৩ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129909 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 05:42:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group