• হোম > আন্তর্জাতিক > জলবায়ু সম্মেলন: গরিব দেশকে ক্ষতিপূরণ দিতে সম্মত বিশ্ব

জলবায়ু সম্মেলন: গরিব দেশকে ক্ষতিপূরণ দিতে সম্মত বিশ্ব

  • রবিবার, ২০ নভেম্বর ২০২২, ১০:৫০
  • ৪৫৫

 জলবায়ু সম্মেলন: গরিব দেশকে ক্ষতিপূরণ দিতে সম্মত বিশ্ব

শরের শারম আল শাইখে জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত হয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কপ২৭ সম্মেলনে।

স্থানীয় সময় শনিবার গভীর রাতে সম্মেলনে দেশগুলো এ সম্মতি দেয়। জাতিসংঘের ২৭তম এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সমাধানের বৃহত্তর কোনো চুক্তি হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, তহবিলে সায় দিলেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক সমাধানের বৃহত্তর কোনো চুক্তিতে সম্মত হয়নি দেশগুলো।

সম্মেলনের রাত্রিকালীন ওই অধিবেশনে খসড়া চুক্তির বিধানগুলো অনুমোদন করা হয়, যার মধ্য দিয়ে ঝড় ও বন্যার মতো জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ক্ষতিপূরণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় তহবিল গঠনে সম্মতি দেয় বিভিন্ন দেশ।

শেষ পর্যন্ত স্বাক্ষর হওয়া এই ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তিতে ধনী দেশগুলো কীভাবে ক্ষতিপূরণ দেবে আর ক্ষতিগ্রস্তরাই বা কীভাবে ক্ষতিপুরণ পাবে তার বিস্তারিত এখনও জানা যায়নি।

এর আগে, ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠন নিয়ে আলোচনা প্রত্যাশিত সময়ের চেয়েও দীর্ঘ হতে শুরু করে৷ ৯ নভেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ বাড়তি দিনে এসে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হন সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷

প্রসঙ্গত, মিশরের শারম আল শাইখে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ৷ বাংলাদেশ থেকেও সেখানে অনেকে অংশ নিয়েছেন৷


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129927 ,   Print Date & Time: Saturday, 25 October 2025, 07:58:20 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group