• হোম > জাতীয় > সাগরে নিম্নচাপ, যেমন থাকবে আবহাওয়া

সাগরে নিম্নচাপ, যেমন থাকবে আবহাওয়া

  • রবিবার, ২০ নভেম্বর ২০২২, ১১:৪১
  • ৩৯৯

 সাগরে নিম্নচাপ, যেমন থাকবে আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। রবিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে আরও বলা হয়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে আগ্রসর হতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় বিরাজমান রয়েছে।
এ ছাড়া সোমবার সকাল ৯টা পর্যন্ত সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) রাত ও দিনের তাপমত্রা হ্রাস পেতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129946 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 07:52:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group