• হোম > জাতীয় > প্রাথমিক স্কুলের শিক্ষকদের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয় : আপিল বিভাগ

প্রাথমিক স্কুলের শিক্ষকদের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয় : আপিল বিভাগ

  • রবিবার, ২০ নভেম্বর ২০২২, ১১:৫২
  • ৩৮৮

 প্রাথমিক স্কুলের শিক্ষকদের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয় : আপিল বিভাগ

সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককের আপাতত জ্যেষ্ঠতা নির্ধারণ নয়, এমন আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সাথে হাইকোর্টের দেয়া ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণে হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ।

আজ রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
জাতীয়করণকৃত ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরচকালের ৫০ শতাংশ গণনা অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারণের রায় দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের সেই রায় রোববার স্থগিতের পাশাপাশি স্থিতিবস্থা দেয় আপিল বিভাগ। সেই সাথে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের অনুমতি দেয়া হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129953 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:12:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group