• হোম > আন্তর্জাতিক > ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক

ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক

  • রবিবার, ২০ নভেম্বর ২০২২, ১৫:৪৩
  • ৪৩৮

 ট্রাম্পকে টুইটার অ্যাকাউন্ট ফেরত দিলেন ইলন মাস্ক

দীর্ঘ নিষেধাজ্ঞার পর টুইটারে নিজের অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক একটি জরিপ চালানোর পর ট্রাম্পের বিতর্কিত টুইটার অ্যাকাউন্টটি শনিবার সচল করা হয়েছে। খবর বিবিসির।

মূলত সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে যাওয়ার জন্য আবার প্রার্থিতা ঘোষণা করার কয়েক দিন পরই ওই জরিপে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট খুলে দেওয়ার এ পদক্ষেপকে সমর্থন করেন।

মার্কিন ধনকুবের ইলন মাস্ক তার অ্যাকাউন্টে ২৪ ঘণ্টার টুইটার পোল শেষ হওয়ার পর পরই দেওয়া এক টুইটবার্তায় বলেন, ‘লোকজন সমর্থন দিয়েছে। ট্রাম্পকে টুইটারে পুনর্বহাল করা হবে।’

প্রতিদিন ২৩৭ মিলিয়ন ব্যবহারকারী টুইটার ব্যবহার করে থাকেন। এর মধ্যে ১৫ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী (ট্রাম্পের) বিতর্কিত অ্যাকাউন্ট পুনর্বহাল করা হবে কিনা তা নিয়ে ভোট দিয়েছেন।

জরিপে ৫১.৮ শতাংশ অ্যাকাউন্ট পুনঃস্থাপন করার পক্ষে এবং ৪৮.২ শতাংশ বিপক্ষে ভোট দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উসকানি দেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129975 ,   Print Date & Time: Sunday, 18 January 2026, 06:53:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group