• হোম > বাংলাদেশ > হাসপাতালের ৬ তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

হাসপাতালের ৬ তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

  • রবিবার, ২০ নভেম্বর ২০২২, ১৬:১৬
  • ৫৫৪

 হাসপাতালের ৬ তলা থেকে লাফ দিয়ে রোগীর আত্মহত্যা

শেরপুরে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দিয়ে মধু চক্রবর্তী (৪৫) নামে এক রোগী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাত ১টার দিকে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মধু চক্রবর্তী নেত্রকোনা জেলার হীরণ চক্রবর্তীর ছেলে।

হাসপাতাল ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, মধু চক্রবর্তী গত বৃহস্পতিবার শ্বাসকষ্ট, বমি ও পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী হলেও এক বছর ধরে বেকার ছিলেন। শনিবার রাতে তার স্ত্রী পপি ভৌমিকের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে হাসপাতালের ছয়তলার বারান্দা থেকে লাফ দেন। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. খাইরুল কবির সুমন বলেন, মধু চক্রবর্তী আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ছয়তলা থেকে লাফ দিয়ে তিনি আত্মহত্যা করেন।

শেরপুর সদর থানার ওসি বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129986 ,   Print Date & Time: Monday, 1 December 2025, 05:35:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group