• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > রাঙামাটির মহসিন কলোনীর ১৭ অগ্নিদূর্গত পরিবারে পুলিশের ত্রাণ বিতরণ

রাঙামাটির মহসিন কলোনীর ১৭ অগ্নিদূর্গত পরিবারে পুলিশের ত্রাণ বিতরণ

  • সোমবার, ২১ নভেম্বর ২০২২, ০৯:২১
  • ৭৮৪

রাঙামাটির মহসিন কলোনীর ১৭ অগ্নিদূর্গত পরিবারে পুলিশের ত্রাণ বিতরণ

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনীর ১৭ অগ্নিদূর্গত পরিবারের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার মীর আবু তৌহিদ রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শণ শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করেন।

চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী সহায়তা বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহমুদা বেগম, রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন, ওসি ডিবি শেখ এমদাদুল হক, প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, কাউন্সিলর জোসনা বেগমসহ বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তাগণ।

খাদ্য সামগ্রী সহায়তা প্রদানকালে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আশা করি, দূর্গতদের জন্য সকলে এগিয়ে আসবেন।

উল্লেখ্য শনিবার দুপুরে স্থানীয় নুরুল হাকিম মিয়া সওদাগর’র ভাড়া বাসায় বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে ১৭ টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয় কমবেশি ৭০ লাখ টাকা মূল্যের সম্পদ।

মনিকা আক্তার রাঙামাটি জেলা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/129988 ,   Print Date & Time: Saturday, 25 October 2025, 12:38:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group