• হোম > বাংলাদেশ > সড়ক দুর্ঘটনায় আহত, ১০ দিন পর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহত, ১০ দিন পর মৃত্যু

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২, ১০:৪২
  • ৫৫১

 সড়ক দুর্ঘটনায় আহত, ১০ দিন পর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নাজমুল ইসলাম চৌধুরী নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১০ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান তিনি।

নিহত নাজমুল ইসলাম চৌধুরী উপজেলার সদর ইউনিয়নের মৃত তরিজ মিয়া চৌধুরীর ছেলে। তিনি তৈপুর তরুণ সংঘের সাবেক সভাপতি ও তৈপুর জামে মসজিদের সাবেক মোতায়াল্লী ছিলেন। তিনি ২ মেয়ে ও এক ছেলের জনক বলে জানা গেছে।

জানা গেছে, গত ১২ নভেম্বর হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন তিনি। এরপর তাকে তাৎক্ষণিক সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে হাসপাতালের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়।

১০ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130020 ,   Print Date & Time: Sunday, 14 December 2025, 07:10:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group