• হোম > জাতীয় > সমালোচনা উপেক্ষা করে সেবা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

সমালোচনা উপেক্ষা করে সেবা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

  • বুধবার, ৩০ নভেম্বর ২০২২, ০৯:২৮
  • ৫০১

 সমালোচনা উপেক্ষা করে সেবা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সমালোচনা গায়ে না মেখে মহামারি মোকাবিলায় কাজ করে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ কোভিড জয় করতে পেরেছে।এই জয়ে সম্মুখসারির যোদ্ধা ছিলেন- চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানরা।

মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আন্তর্জাতিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় কোভিড–১৯ মোকাবিলায় সম্মুখযোদ্ধাদের সম্মানে ‘দৃঢ়প্রত্যয়ে আগামীর পথে’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য খাতের বিভিন্ন ধরনের উন্নতির তথ্য তুলে ধরে জাহিদ মালেক বলেন, বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণে সফল হয়েছে। এ জন্য আন্তর্জাতিকভাবে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ প্রচুর পরিমাণে টিকা সংগ্রহ করতে পেরেছে। এবং সফলভাবে দেশের মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে একাধিক সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, একাধিক সচিব, একাধিক মহাপরিচালক, বিভিন্ন জেলার সিভিল সার্জন, সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা, দেশি ও বিদেশি এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130045 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 04:08:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group