• হোম > বাংলাদেশ > নিজ বাড়ি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নিজ বাড়ি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

  • রবিবার, ৪ ডিসেম্বর ২০২২, ১২:১৭
  • ৪৯৪

 নিজ বাড়ি থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নয়াপাড়া থেকে আফরিনা আক্তার নদী (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আরফিনা আক্তার নদী উপজেলার চর আমানউল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের দিদারুল আলমের মেয়ে।

রোববার সকাল পৌনে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় ওই স্কুলছাত্রী নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের ওপর অভিমান করে কীটনাশক পান করে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করে।

চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ শনিবার রাতে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, নিহতের বাবা জানিয়েছে দীর্ঘদিন ধরে তার মেয়ে পেটব্যথায় ভুগছিল। ধারণা করা হচ্ছে, পেটে ব্যথায় অতিষ্ঠ হয়ে সে বিষপানে আত্মহত্যা করতে পারে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130091 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 08:56:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group