• হোম > বিনোদন > মাতৃত্ব তার জীবনে কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া

মাতৃত্ব তার জীবনে কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২, ১০:৪৬
  • ৫৫৬

মাতৃত্ব তার জীবনে কী পরিবর্তন এনেছে, জানালেন আলিয়া

এক মাসও হয়নি, মা হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। এরই মধ্যে তাকে মুম্বাইয়ের যোগ প্রশিক্ষণ শিক্ষাকেন্দ্রে যাওয়া শুরু করেছেন। মা হওয়ার পর দ্রুত নিজেকে আবার পাল্টে ফেলতে চাইছেন আলিয়া। তারই ফাঁকে মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, জীবনের এই নতুন পর্যায় তাকে অনেকটাই বদলে দিয়েছে।

মা হওয়ার পর নিজের প্রথম সাক্ষাৎকারে আলিয়া বলেন, ‘মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।’

এ প্রসঙ্গেই আলিয়ার কাছ থেকে জানতে চাওয়া হয়, আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কী ভূমিকা পালন করবে। উত্তরে আলিয়া বলেন, ‘আমি যেভাবে কোনো চরিত্র নির্বাচন করি, তার ওপর আমার মা হওয়ার বিষয়টি কেমন প্রভাব ফেলবে, তা আমি জানি না।’

তিনি বলেন, ‘মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে। মনে হয়, আগের থেকে আমার মন এখন আরও উন্মুক্ত হয়েছে। তাই এর পর আমার সফর কোন দিকে বাঁক নেবে, তা নিয়ে আমি বেশ উত্তেজিত।’

বছরটা আলিয়ার ক্যারিয়ারে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে যেমন তার ঝুলিতে রয়েছে ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ও ‘ব্রহ্মাস্ত্র’, তেমনি অন্যদিকে রয়েছে ‘আর আর আর’-এর মতো ব্লকবাস্টার ছবি। গ্যাল গ্যাডোর সঙ্গে হলিউডের ‘হার্ট অব স্টোন’ ছবির শুটিংও শেষ করেছেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130129 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 09:23:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group