• হোম > বাংলাদেশ > খাগড়াছড়িতে বসত ঘর থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়িতে বসত ঘর থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

  • রবিবার, ১১ ডিসেম্বর ২০২২, ১৫:২৫
  • ৪৫২

 খাগড়াছড়িতে বসত ঘর থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়িতে মো. সাজ্জাদ হোসেন (২৪) নামে এক প্রবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে মানিকছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। তার শোবারঘর থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মো. সাজ্জাদ হোসেন একই এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার ছেলে।

মানিকছড়ি থানার ওসি মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার মধ্যরাতে ঘরে ঢুকে কাতার প্রবাসী মো. সাজ্জাদ হোসেনকে কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। বিষয়টির রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণসহ পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যয়জরী মহাজন বলেন, প্রাচীর ঘেরা ঘরে দুই ভাই থাকত। এক ভাই রাতে দোকানে মোবাইলে রিচার্জ করতে যাওয়ার পর পর নিজ শয়নকক্ষে সাজ্জাদকে গলা কেটে হত্যা করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130179 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 03:55:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group