• হোম > আন্তর্জাতিক > পুতিনকে ফোন করে নতুন যেসব বিষয় আলোচনা করেছেন এরদোগান

পুতিনকে ফোন করে নতুন যেসব বিষয় আলোচনা করেছেন এরদোগান

  • সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ০৯:২৮
  • ৪৮৫

পুতিনকে ফোন করে নতুন যেসব বিষয় আলোচনা করেছেন এরদোগান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। যেখানে তারা একে অপরের সহযোগিতার বেশ কয়েকটি মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। এ ফোনে ফলে তুরস্ককে তার ন্যাটো মিত্রদের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধে ফেলেছে।

রোববার এ দুই নেতা ফোনে কথা বলেন। খবর ডয়চে ভেলের।

প্রতিবেদনে বলা হয়েছে, এতোদিন কৃষ্ণসাগর বন্দর দিয়ে শুধু খাদ্যশস্য রপ্তানি করছিল রাশিয়া ও ইউক্রেন। এতে মধ্যস্থতা হিসেবে কাজ করছে তুরস্ক। এবার সেখান দিয়ে অন্যান্য পণ্য রপ্তানি করতে আলোচনা করেছেন এরদোগান ও পুতিন। সেই তালিকায় আছে জ্বালানি পণ্যও। এ নিয়ে শিগগিরই কাজ শুরু করতে চান তারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বরাবরই রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তুরস্কের। এ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় কথা বলেছেন এরদোগান ও পুতিন।

এছাড়া আঞ্চলিক ইস্যু যেমন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে এসব তথ্য পাওয়া গেছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130191 ,   Print Date & Time: Friday, 30 January 2026, 01:51:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group