• হোম > আন্তর্জাতিক > মার্কিন হেলিকপ্টার অভিযানে আইএসআইএলের দুই বিদ্রোহী নিহত

মার্কিন হেলিকপ্টার অভিযানে আইএসআইএলের দুই বিদ্রোহী নিহত

  • সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ০৯:৩৬
  • ৪৬৮

মার্কিন হেলিকপ্টার অভিযানে আইএসআইএলের দুই বিদ্রোহী নিহত

সিরিয়ায় মার্কিন হেলিকপ্টার অভিযানে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট (আইএসআইএল) এর দুই বিদ্রোহী নিহত হয়েছে। রবিবার পূর্ব সিরিয়ায় অভিযানে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী রবিবার রাতের অভিযানের ফলে এই ঘটনা ঘটে জানালেও কোন জায়গায় অভিযান চালানো হয়েছে সুনির্দিষ্ট করে তার নাম জানায়নি।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, ‘সফল’ হেলিকপ্টার অভিযানে আইএসআইএলের দুই সদস্য নিহত হয়েছে।

নিহত দুইজনের একজন আনাস বলে শনাক্ত করা হয়েছে। আইএসের এই সদস্য পূর্ব সিরিয়ায় ভয়াবহ ধরনের অভিযানের ষড়যন্ত্রে যুক্ত ছিল বলে জানানো হয়েছে।
২০১৪ সালে সালে আইএসআইএল গোষ্ঠী ইরাক এবং সিরিয়ায় বিস্তীর্ণ অঞ্চল দখল করে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানে ২০১৯ সালে তাদের সম্পূর্ণ পরাজিত করা হয়। তবে সর্বশেষ অভিযানের পর বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই অঞ্চলে আইএস নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য ‘অব্যাহত হুমকি’ হিসেবে রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130199 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 05:02:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group