• হোম > খুলনা | বাংলাদেশ > চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

  • সোমবার, ১২ ডিসেম্বর ২০২২, ১১:০৪
  • ৬১১

 চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

সাত বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সফল করতে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসাহ। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাইদুল কাদের প্রধান অতিথি থাকবেন। শহরের টাউন ফুটবল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, এবার রাজাকারমুক্ত দল গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে দলের সাধারণ নেতাকর্মীরা। ত্যাগি ও পরীক্ষিত নেতাকর্মীরাই নতুন কমিটিতে স্থান করে নেবে এমনটাই প্রত্যাশা তাদের। রাজাকার ও তাদের পরিবারের সদস্যদের পরিত্যাগের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন নেতৃবৃন্দ।

দলের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান বলেন, ২১৮ জন কাউন্সিলর আর ৪০ হাজার ডেলিগেট নিয়ে সোমবার অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে দলের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক অতিথি থাকবেন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার এমপি বলেন, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে ত্যাগি ও যোগ্যদের নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। এর মাধ্যমেই স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখতে নতুন শক্তি সঞ্চয় করবে জেলা আওয়ামী লীগ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130224 ,   Print Date & Time: Monday, 19 January 2026, 05:21:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group