• হোম > বাংলাদেশ > পলাশবাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

পলাশবাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩০
  • ৩৯৮

 পলাশবাড়িতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

গাইবান্ধার পলাশবাড়িতে বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাকোয়া মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130241 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 10:51:58 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group