• হোম > বিনোদন > সিনেমা ছেড়ে মদের ব্যবসায় শাহরুখ-পুত্র আরিয়ান!

সিনেমা ছেড়ে মদের ব্যবসায় শাহরুখ-পুত্র আরিয়ান!

  • বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩৮
  • ৪৯৯

 সিনেমা ছেড়ে মদের ব্যবসায় শাহরুখ-পুত্র আরিয়ান!

সবাই ধারনা করছিলে সময় গড়ালে বাবার মতোই সিনেমায় থিতু হবেন বলিউড বাদশাহ শাহরুখ-পুত্র আরিয়ান খান।

কিন্তু চলচ্চিত্র রেখে তিনি শুরু করলেন নতুন মদের ব্যবসা। আরিয়ানের নতুন প্রতিষ্ঠান আপাতত শুধুই ভদকা প্রস্তুত করবে।

অনেক দিন ধরেই ব্যবসার পরিকল্পনা ছিল আরিয়ানের। তবে তার এই নতুন ব্যবসার পরিকল্পনা শুনে কী প্রতিক্রিয়া দিয়েছিলেন বাবা শাহরুখ?

কথায় আছে সময় সব ঠিক করে দেয়। ঠিক এক বছর আগে মাদককাণ্ডে নাম জড়ানোর ফলে নানা রকম আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছিল আরিয়ান খানকে।

অনেকগুলি রাত চোখের পাতা এক করতে পারেননি বাবা গৌরী খান এবং বাবা শাহরুখ খান। জেলখানা, উকিল, আদালত সব মিলিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে খান পরিবারে।

কালের নিয়মে সব মিটে গিয়ে আবারও নতুন ভাবে জীবন শুরু করেছেন আরিয়ান।

আরিয়ান বলেন, আমার বাড়িতে সবার স্বাধীনতা আছে। যে যার নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে। আমার বাবা অভিনেতা, আর মায়ের ঘর সাজানোর একটি ডিজাইনার ব্র্যান্ড আছে। ফলে আমার এই পরিকল্পনাতেও তাদের মত রয়েছে।

এক দিকে আরিয়ান যেমন মন দিয়েছেন ব্যবসায়। অন্য দিকে শাহরুখ-কন্যা সুহানা খানও ব্যস্ত তার অভিনয়ের কাজে। বাবার মতো তার সন্তানরাও কতটা সফল হয়, সেটাই দেখার অপেক্ষায় সবাই।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130247 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:09:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group