• হোম > বিনোদন > যে কারণে আগে বিয়ে করার উপদেশ দিলেন শাহরুখ

যে কারণে আগে বিয়ে করার উপদেশ দিলেন শাহরুখ

  • সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২, ১৪:০৩
  • ৪৫৮

 যে কারণে আগে বিয়ে করার উপদেশ দিলেন শাহরুখ

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খানের নতুন ছবি ‘পাঠান’। এ ছবির হাত ধরেই দীর্ঘ চার বছর পর ফের পর্দায় ফিরতে চলেছেন কিং খান। যদিও এই বছর ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাকে একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে।

শনিবার অভিনেতা টুইটারে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশন খুলেন। আর সেখানেই তিনি তার ভক্তদের করা সব প্রশ্নের উত্তর দেন। আর সেই উত্তর দিতে গিয়েই কিং খান বলেন, পাঠান যেদিন মুক্তি পাচ্ছে, সেদিন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, তাদের জন্য একটা ছোট্ট উপদেশ হলো আগে বিয়ে করেন পরে হানিমুনে ‘পাঠান’ সিনেমা দেখেন।

এক ভক্ত কিং খানকে বলেন, ‘স্যার আমি ২৫ তারিখ বিয়ে করছি। আপনি কি প্লিজ ছবিটা ২৬ জানুয়ারি মুক্তি করবেন? তা হলে খুব ভালো হয়। ধন্যবাদ।’

ভক্ত অনুরোধ করলেও বাদশা কিন্তু ছবি মুক্তির দিন পেছানোর ইচ্ছে নেই। তিনি বললেন, এক কাজ কর, তুমিই বরং ২৬ জানুয়ারি বিয়েটা করে ফেল। তা ছাড়া ওই দিন তো ছুটিও আছে!

আরেক ভক্ত লেখেন— ২৬ তারিখ বিয়ে ঠিক হয়ে গেছে। কী করব? এর উত্তরে শাহরুখ বলেন, আগে বিয়ে করে নে, হানিমুনে গিয়ে ছবি দেখিস!

অভিনেতা যে বরাবর এমনই মজার উত্তর দিয়ে থাকেন সে সবারই জানা। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিন তিনি আরও একাধিক প্রশ্নের উত্তরেই এমন মজার সব কথা বলেছেন। এক ব্যক্তি লিখেছেন— পাঠান ছবির প্রথম দিন কেমন হবে? কী মনে হচ্ছে? উত্তরে অভিনেতা লেখেন— আমি ভবিষৎ গণনার ব্যবসায়ে নামিনি এখনো। আমি তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার ব্যবসায়ে আছি, তোমাদের সবাইকে হাসিখুশি দেখতে চাই।

অভিনেতা জানান, তার ছবির অফিসিয়াল ট্রেলার এবং দ্বিতীয় গান শিগগিরই মুক্তি পেতে চলেছে। তিনি লেখেন— পাঠানের জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করছি।

তবে ইতোমধ্যে বিজেপিসহ একাধিক হিন্দু সংগঠন এ ছবি বয়কটের ডাক তুলেছে। তাদের দীপিকার পোশাক এবং তার রঙ নিয়ে ঘোর আপত্তি রয়েছে। অন্যদিকে উলেমা বোর্ডের তরফে বলা হয়েছে— ছবির নাম পাল্টাতে। ফলে এ


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130269 ,   Print Date & Time: Monday, 19 January 2026, 07:50:24 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group