• হোম > আন্তর্জাতিক > ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ করালেন মেয়র

ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ করালেন মেয়র

  • সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২, ১৪:১০
  • ৪৯৬

 ফেনীতে গরু জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ করালেন মেয়র

বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলায় আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি গরু জবাই করে প্রায় পাঁচ হাজার লোকের ভূরিভোজের আয়োজন করেন। খাবারের পর আর্জেন্টিনার সমর্থকরা রাতজুড়ে শহরে আনন্দ-উল্লাস করতে থাকে।

রোববার রাতে ফেনী পৌরসভার চত্বরে পৌর মেয়র এ আয়োজন করেন। জেলার বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার সমর্থকদের জন্য এ ভূরিভোজের আয়োজন করা হয়েছে। খেলা দেখার জন্য বড়পর্দা স্থাপন করা হয়েছে। ক্লাব, সংগঠন ছাড়াও বিভিন্ন পাড়ায় চলছে উন্নত খাবারের আয়োজন।

রোববার বিকাল থেকে শহরের বিভিন্ন সড়ককে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজানো হয়।

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি বলেন, আমরা ফুটবলে আর্জেন্টিনার সমর্থন করি। তাই ফাইনাল খেলা উপলক্ষ্যে খাওয়ার আয়োজন করেছি। এ জন্য লাখ টাকার গরু কিনে জবাই করেছি। আমরা আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি অন্য দলের সমর্থকরাও দাওয়াতে অংশ নিয়েছেন।

ফেনী থানার ওসি (তদন্ত) মো. মাহফুজ বলেন, বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপলক্ষ্যে সমর্থকদের উদ্দীপনার মধ্যে এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমরা তৎপর আছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130271 ,   Print Date & Time: Friday, 16 January 2026, 11:06:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group