• হোম > খেলা > মেসিকে নিয়ে নেইমারের পোস্ট; লাইক দেননি এমবাপ্পে

মেসিকে নিয়ে নেইমারের পোস্ট; লাইক দেননি এমবাপ্পে

  • সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২, ১৭:০১
  • ৪৮৯

 মেসিকে নিয়ে নেইমারের পোস্ট; লাইক দেননি এমবাপ্পে

কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে অবশেষে কাপ ঘরে তুললেন ফুটবলের ম্যাজিকম্যান লিওনেল মেসি। কাপ জিতে বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন এ তারকা। তাকে অভিনন্দন জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র।

তবে নেইমারের সেই পোস্টে লাইক দেননি ফ্রান্সের ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। খবর মার্কার।

কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে ব্রাজিলে ফিরে গেছেন নেইমার। বাড়িতে বসেই দেখেছেন ফ্রান্স বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। খেলা শেষে পিএসজির টিমমেট মেসিকে অভিনন্দন জানাতে একটুও দ্বিধাবোধ করেননি তিনি। ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অভিনন্দন ভাই’।

তবে নেইমারের এ পোস্টে লাইক দেনদি ফাইনালে রানার্সআপ হওয়া ফ্রান্সের ১০ নম্বর জার্সির দুর্দান্ত ফুটবলার কিলিয়ান এমবাপ্পে।

প্রসঙ্গত, ফাইনালে হ্যাটট্রিক করে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুটের পুরস্কারটি হাতিয়ে নিয়েছেন এমবাপ্পে। পুরস্কার নেওয়ার সময় চেহারা বেশ মলিন দেখা যায় এ ফুটবলারের। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে শিরোপা জিতেছেন এমবাপ্পের দল। তবে এবার ফাইনালে বিদায় নিতে হলো ফ্রান্সকে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130279 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 08:52:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group