• হোম > বাংলাদেশ > প্রাইভেটকার দুর্ঘটনায় বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

প্রাইভেটকার দুর্ঘটনায় বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২, ১১:০১
  • ২৩১৫

 প্রাইভেটকার দুর্ঘটনায় বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ যুবকের

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হন।

নিহতরা হলেন— পাবনার সাথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে মো. সাগর (৩৫), একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে মো. সজিব (৩৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত দুই যুবক রাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় এলে অন্য একটি প্রাইভেটকার চাপ দিলে তাদের প্রাইভেটকারটি মহাসড়কের পাশে নেমে যায়। পরে চালক গাড়িটিকে ওপরে উঠানোর সময় নিহত দুই যুবক রেললাইনের ওপর হাঁটাহাঁটি করতে গিয়ে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় নিহত হন।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130289 ,   Print Date & Time: Tuesday, 14 October 2025, 12:32:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group