• হোম > খেলা | ফুটবল > আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

  • বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২, ১১:০৪
  • ৭৫২

 আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পাচ্ছেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অনুঘটকের ভূমিকা পালন করেছে সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। এবার তাকে দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। আর্জেন্টিনার ব্যাংক নোটে জায়গা পেতে যাচ্ছেন এ ফুটবল তারকা।

এল ফিয়ানসিয়েরোর বরাত দিয়ে ব্রিটেনের দ্য সান প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির ১০০০ পেসোর নোটে থাকবে মেসির ছবি।

মূলত দেশটির ফাইন্যান্সিয়াল গভর্নিং বডি বিশ্বকাপ জয়ের মতো বড় জাতীয় অর্জনকে স্মরণীয় করে রাখতে চায়। আর সে জন্যই ব্যাংক নোটে রাখতে চাচ্ছে মেসির ছবি।

জানা গেছে, ১০০০ পেসোর নোটের এক পাশে থাকবে মেসির ১০ নম্বর জার্সি পরা একটি ছবি। সেখানে থাকবে মেসির স্বাক্ষরও। তার নিচে লেখা থাকবে ‘কাতার-২০২২’ এবং লিওনেল মেসির নাম। অন্য পাশে থাকবে ২০২১ সালে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উল্লাস করা দলগত ছবি।

প্রসঙ্গত, আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পালা ঘুচিয়েছেন লিওনেল মেসি। তার জাদুকরী পায়ের ছোঁয়ায় তিন যুগ পর আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ। সোমবার রাতে দেশে ফিরে মেসি-ডি মারিয়ারা পেয়েছেন রাজকীয় বরণ। আনন্দে ভাসছে গোটা দেশ।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130291 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:32:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group