• হোম > বাংলাদেশ > আগ্নেয়াস্ত্রসহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

  • রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২, ১০:৩৯
  • ৪৪৯

আগ্নেয়াস্ত্রসহ ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ চার কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একটি লাইটগান, তিনটি মোবাইল ও একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
রোববার সকালে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। শনিবার রাতে তিন তাদের গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ৫নং ছয়ানী ইউনিয়নের আমিরপুর এলাকার মো. শাহজাহানের ছেলে মো. রিশাত (২১), চৌমুহনী পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার এমাম হোসেন এমাম হোসেনের ছেলে মো.শাহাদাত হোসেন (২০), চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার মো. আবদুর রহিমের ছেলে মো. ইউসুফ হোসেন মিলন (২০) ও ছয়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের নাটুয়ার বাড়ির জহিরুল ইসলামের ছেলে মো. মারুফ হোসেন (২০)।

র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার ১নং আমানউল্লাহপুর ইউনিয়নের আমিন বাজারের সামনে লক্ষ্মীপুর টু নোয়াখালী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি লাইটগান, তিনটি মোবাইল ও একটি চোরাইমোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পশ্চিম খালিশপুর গ্রামের কাজী ছেলামত উল্যার বাগানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130314 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 09:09:45 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group