• হোম > বাংলাদেশ > হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল আসামি

হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল আসামি

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩, ১২:১৭
  • ৫৪৬

 হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালাল আসামি

বরগুনার বেতাগীতে গ্রেফতারের পর বেতাগী থানার এসআই শহিদুল ইসলামের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছে হাবিব বিশ্বাস (৬০) নামে চুরি মামলার আসামি।

সোমবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকায় ঘটনাটি ঘটে। আসামি পালিয়ে যাওয়ার ৩ ঘণ্টা পর একই এলাকার একটি ধান ক্ষেত থেকে হ্যান্ডকাপ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো গ্রেফতার হয়নি ওই আসামি।

বেতাগী থানা পুলিশ জানায়, বেতাগীর সোনার বাংলা বাজারে একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে গত সপ্তাহে। পরে পুলিশ তদন্ত করে চুরির ঘটনায় হাবিব বিশ্বাসের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পায়। এরপর এসআই শহিদুল ইসলামসহ পুলিশের একটি টিম হোসনাবাদ এলাকার হাবিব বিশ্বাসের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় হ্যান্ডকাপসহ দৌড়ে ধান ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন হ্যান্ডকাপসহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে  বলেন, আসামি পালিয়ে যাওয়ার ২-৩ ঘণ্টা পর ধানক্ষেত থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। আসামি হাবিব বিশ্বাসকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130356 ,   Print Date & Time: Wednesday, 17 December 2025, 06:12:45 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group