• হোম > বিনোদন > ৩২-এ পা দিয়ে ‘নতুনভাবে শুরুর’ বার্তা নুসরাতের

৩২-এ পা দিয়ে ‘নতুনভাবে শুরুর’ বার্তা নুসরাতের

  • রবিবার, ৮ জানুয়ারী ২০২৩, ১১:১৪
  • ৪৯৮

 ৩২-এ পা দিয়ে ‘নতুনভাবে শুরুর’ বার্তা নুসরাতের

নতুন বছরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে গেছেন টালিউডের নুসরাত জাহান। কখনো সমুদ্রপাড়ে, কখনো শহরে; সব কিছু নতুনভাবে উপভোগ করতে চান অভিনেত্রী।

রোববার ৩২-এ পা দিলেন নুসরাত। তার আগেই নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন— ‘নতুন বছর নতুন শুরু।’

ছেলের ঈশানের জন্মের পর থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তার জীবন। অভিনয়, সাংসদ হিসেবে কাজের দায়িত্ব, সংসার— সব মিলিয়ে কর্মব্যস্ততার মধ্যে কেটেছে অভিনেত্রীর ফেলে আসা বছর। ২০২৩-এ নতুন কোনো কিছু করতে চলেছেন কি অভিনেত্রী? তবে তার লেখনীতে সেই বার্তায় ফুটে উঠেছে।

কয়েক দিন আগে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে তোপের মুখে পড়েছিলেন নুসরাত। ছবি দুটি বেডরুমে বিছানার ওপর শুয়ে থাকা অবস্থায় তোলা। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছিলেন— ফ্রম অ্যানাদার পয়েন্ট অব ভিউ। ক্যাপশন দেখে যে কেউ-ই অন্যরকম দৃষ্টিভঙ্গির কথাই প্রথমে চিন্তা করবেন। তার সেই ছবি দেখে অনেকে তাকে সরাসরি পর্নো ছবিতে অভিনয় করার পরামর্শ দেন।

হয়তো এসব থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চান—এমন বার্তায় দিতেই চাইলেন নুসরাত।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130401 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 09:27:31 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group