• হোম > বাংলাদেশ > মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

  • শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ১০:২৫
  • ৫৭৪

 মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল নারীর

সুনামগঞ্জের দোয়ারাবাজারে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দিলারা বেগম (৪০) নামে এক নারী মারা যান এবং পারুল বেগম (৩৫) নামে আরেক নারী গুরুতর আহত হন।

শুক্রবার দোয়ারা সদর ইউনিয়নের টেবলাই এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত দিলারা বেগম উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং আহত পারুল বেগম পার্শ্ববর্তী গিরিশনগর গ্রামের মনির হোসেনের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় শান্তিপুর মোড় থেকে গন্তব্যস্থল টেবলাই এলাকায় পৌছামাত্র ভাড়ায় চালিত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে। এ সময় ২ নারী মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় দিলারা বেগম মারা যান।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করেছেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130458 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:42:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group