• হোম > জাতীয় > আ.লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলায় মহাসড়ক অবরোধ

আ.লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলায় মহাসড়ক অবরোধ

  • বুধবার, ৩ মে ২০২৩, ১২:২৮
  • ৪৪৬

 আ.লীগ নেতাকে পিটিয়ে মোটরসাইকেলসহ পুকুরে ফেলায় মহাসড়ক অবরোধ

রাজৈরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আবদুস সালামকে (৫০) মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধর শেষে সালাম খন্দকারকে তার মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার বৌলগ্রাম এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজৈর উপজেলা আওয়ামী লীগের আরেক অংশের যুগ্ম আহ্বায়ক ফরিদা হাসান পল্লবী ও তার ছেলেদের বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজৈরমুখী হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সড়ক অবরোধের ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হলে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, অবরোধকারীদের বুঝিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130470 ,   Print Date & Time: Tuesday, 16 December 2025, 10:24:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group