• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > একটি বাল্বের জন্য ছুরিকাঘাতে যুবককে খুন

একটি বাল্বের জন্য ছুরিকাঘাতে যুবককে খুন

  • বুধবার, ৩ মে ২০২৩, ১৩:৪৪
  • ৫৫৩

একটি বাল্বের জন্য ছুরিকাঘাতে যুবককে খুন
কক্সবাজারের চকরিয়ায় একটি বাল্বের জন্য ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়ি জোন নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে ও চিংড়িঘের কর্মচারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৭-৮ দিন আগে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ড পালাকাটা এলাকার জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়িঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুতের বাতি নিয়ে যায় পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়িঘেরের কর্মচারী আজিজ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিংড়িঘেরে যাওয়ার পথে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক বাতি ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে আজিজের কাছে। একপর্যায়ে বাকবিতণ্ডার জেরে ইসহাক তার কোমরে থাকা ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেয়।

এ সময় ঘটনাস্থলে মারা যান আজিজ। ঘটনার পর পরই ঘাতক ইসহাক পালিয়ে যায়। ইসহাক চিরিঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের কবির আহমদের ছেলে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130477 ,   Print Date & Time: Sunday, 11 May 2025, 11:38:38 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group