• হোম > বাংলাদেশ > খাটের ওপর দুই ভাইয়ের লাশ, পাশেই ঝুলছেন মা

খাটের ওপর দুই ভাইয়ের লাশ, পাশেই ঝুলছেন মা

  • রবিবার, ৭ মে ২০২৩, ১১:১০
  • ৫২৮

 খাটের ওপর দুই ভাইয়ের লাশ, পাশেই ঝুলছেন মা

টাঙ্গাইলের দেলদুয়ারে শোবার ঘরের খাটের উপর চিৎ হয়ে পড়ে আছে দুই ভাইয়ের লাশ। পাশেই ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলছেন মা। উপজেলার দেওলী ইউনিয়নের চকতৈল গ্রামের চাঞ্চল্যকর এ ঘটনাকে হত্যাকাণ্ডই বলেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ক্রাইম সিন টিম এসে ঘটনা বিশ্লেষন করছেন। দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন হবে। অপরাধী যেই হোক পার পাবে না। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাটি ঘটলেও লাশ উদ্ধার প্রক্রিয়া চলে গভীর রাত পর্যন্ত।

এলাকাবাসী এবং পুলিশ সূত্র জানায়, ঝুলন্ত নারী মনিরা খাতুনের মাদকাসক্ত স্বামী শাহেদ হাত্যাকাণ্ডটি ঘটিয়ে পালিয়ে গেছে।

দেওলী ইউপি চেয়ারম্যান দেওয়ান তাহমিনা বলেন, সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানের ছেলে শাহেদ মাদকাশক্ত ও মাদক কারবারি। একাধিকবার সে পুলিশের হাতে আটকও হয়েছে। তাকে নিয়ে এলাকায় বহুবার সালিশী বৈঠকও হয়েছে। কিন্তু সে সংশোধন হয়নি।

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মৃধা বলেন, ৩টি লাশেরই সুরতহাল কার্যক্রম চলমান রয়েছে। ক্রাইম সিন টিম কাজ করছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130516 ,   Print Date & Time: Monday, 1 September 2025, 09:28:29 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group