• হোম > আন্তর্জাতিক > ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীকে আরো অস্ত্র দেবে রাশিয়া

ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীকে আরো অস্ত্র দেবে রাশিয়া

  • সোমবার, ৮ মে ২০২৩, ১৬:২৪
  • ৬২৯

 ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠীকে আরো অস্ত্র দেবে রাশিয়া

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার আর্মির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রবিবার জানিয়েছেন, মস্কো তাদের আরো অস্ত্র এবং গোলাবারুদ দেবে বলে আশ্বস্ত করেছে। রবিবার (৭ মার্চ) টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগিনি প্রিগোজিন।

গত বেশ কয়েকমাস ধরে বাখমুতে প্রবল লড়াই চলছে ওয়াগনার সেনার সঙ্গে ইউক্রেনের সেনাদের। এতে বহু ওয়াগনার সেনা নিহত হয়। গত কয়েকদিন ধরেই ওয়াগনার সেনার প্রধান জানাচ্ছিলেন, তাদের গোলাবারুদ শেষ হয়ে যাচ্ছে। রাশিয়ার সেনা তাদের গোলাবারুদ না দিলে সেনা বাখমুত থেকে ফিরিয়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি।

বেশ কয়েকটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন ইয়েভজিন। তিনি বলেছিলেন, রাশিয়া বাখমুতে তাদের ওপর নির্ভর করে আছে। কিন্তু তাদের কোনোরকম সাহায্য করছে না। গোলাবারুদের অভাবে তার সেনা সদস্যদের মৃত্যু হচ্ছে। বাখমুত থেকে সেনা ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন তিনি। আগামী ১০ মে সেনা ফেরানো হবে বলে জানান তিনি। তারপরেই দ্রুত নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে মস্কো। প্রশাসন বিবৃতি দিয়ে জানিয়েছে, ওয়াগনার সেনাকে সবরকম সাহায্য করা হবে। তাদের গোলাবারুদ এবং অস্ত্র সরবরাহ করা হবে।

গত কয়েকমাসের মধ্যে বাখমুতই ইউক্রেনের একমাত্র জায়গা রাশিয়া যা দখল করতে পেরেছে। তবে বাখমুত পুনরুদ্ধারের জন্য তীব্র লড়াই করছে ইউক্রেনের সেনা। ফলে গত বেশ কয়েকমাস বাখমুত কার্যত অবরুদ্ধ হয়ে আছে। যুদ্ধের শুরুতে পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি জায়গা রাশিয়ার সেনা দখল করেছিল। কিন্তু ইউক্রেন তার বেশ কয়েকটি পুনরুদ্ধার করেছে বলে দাবি করেছে। বাখমুত ইউক্রেন এবং রাশিয়া দুই তরফই স্ট্র্যাটেজিক পয়েন্ট বা কৌশলগত অঞ্চল বলে মনে করে। ফলে কোনো দেশই বাখমুত ছাড়তে চাইছে না। এবং সে কারণেই যুদ্ধে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত অসরকারি ওয়াগনার বাহিনীকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130536 ,   Print Date & Time: Sunday, 31 August 2025, 06:02:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group