• হোম > ক্রিকেট | খেলা > ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি- ১০ মিলিয়ন

ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করলো আইসিসি- ১০ মিলিয়ন

  • শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৬
  • ৪১৫

 ---

নিজেদের ওয়েবসাইটে আজ ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির পরিমাণ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর; নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ফাইনাল খেলা দুই দল সর্বমোট ৬০ লাখ ডলার পাবে। যেখানে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ। আর বাকি ২০ লাখ পাবে রানার্স আপ হওয়া দলটি। বাংলাদেশের হিসাবে যা প্রায় ১১০ কোটি টাকা

সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে ৮ লাখ করে ১৬ লাখ ডলার। গ্রুপপর্বে বিদায় নেওয়া ছয়টি দল পাবে ১ লাখ করে সর্বমোট ৬ লাখ টাকা। গ্রুপপর্বেও অবশ্য রাখা হয়েছে প্রাইজমানি।

গ্রুপপর্ব শেষে যাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে, তারা পাবে এক লাখ মার্কিন ডলার করে। সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুই দল পাবে ৮ লাখ মার্কিন ডলার করে।

এই পর্বে প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৪০ হাজার ডলার। ৪৫টি ম্যাচে সর্বমোট দেওয়া হবে ১৮০০০ লাখ ডলার।

আগামী বছর অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ওই ইভেন্টের জন্যও সমান প্রাইজমানি বরাদ্দ রাখছে আইসিসি। পুরুষ ও নারীদের ইভেন্টে সমান প্রাইজমানি করার ঘোষণা গত জুলাইয়ে দিয়েছিল সংস্থাটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130552 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 10:33:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group