• হোম > খেলা > পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশের মেয়েরা

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৮
  • ৩৮১

---পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এই উল্লাসের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে আট বছর।

নারী ক্রিকেট দল পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল বাংলার বাঘিনীরা। ফলে হাংজুর জিজিয়াং বিশ্ববিদ্যালয় ক্রিকেট গ্রাউন্ড ছিল বাংলাদেশিদের উল্লাসে মাতোয়ার।

ভারতের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয়ে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে রয়ে যায় ব্রোঞ্জ পদকের লড়াই। আর সেই লড়াইয়ে সফল নারী ক্রিকেটাররা।

ব্রোঞ্জ পদকের লড়াইয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় নিগার সুলতানারা। টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে নিদা দার অ্যান্ড কোং। জবাব দিতে নেমে ১৮.২ ওভারে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

স্লো পিচে এ রানের টার্গেট তাড়া করতে নামা দেখেশুনে শুরু করে বাংলাদেশ। যদিও দলীয় ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পর কিছুটা চপে পড়ে যায় বাংলাদেশ। বিশেষ করে বাঁহাতি স্পিনার নাসরা সান্ধুর বলগুলো মোকাবেলা করতে বেশ বেগ পেতে হয় জ্যোতিদের। তবে পঞ্চম উইকেটে স্বর্না আক্তার এবং রিতু মনি ঠান্ডা মথায় বাকি কাজটি সারেন। ৫ উইকেট হারিয়ে ১৮.২ ওভারে নির্দিষ্ট গন্তব্যে পৌছে যায় মেযেরা। বাংলাদেশের হয়ে শারমিন এবং সাথী সমান ১৩ রান করে করেন। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন স্বর্না আক্তার।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130574 ,   Print Date & Time: Saturday, 10 May 2025, 10:13:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group