• হোম > জাতীয় | বিশেষ নিউজ > ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি

  • সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৩
  • ৪৩১

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুককে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন।

---রোববার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে ৩০ সেপ্টেম্বর বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন অনুযায়ী সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।

তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত ১ বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল) মঞ্জুর করা হলো।
এতে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

গত বছরের ২৯ অক্টোবর ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন খন্দকার গোলাম ফারুক।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130586 ,   Print Date & Time: Monday, 15 December 2025, 09:48:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group