• হোম > ক্রিকেট | খেলা > বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৩:২৩
  • ৫২৬

---২০০৮ সালের পর নিউজিল্যান্ডের কাছে প্রথমবারের মতো সিরিজ হার এড়ানোর লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি ।
বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ওয়ানডে ৮৬ রানে জয় তুলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় কিউরা। সর্বশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। এরপর ২০১০ সালে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এবং ২০১৩ সালে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় নিউজিল্যান্ড।

তাই এই ম্যাচটি নিয়ে টাইগার ভক্তদের মাঝে বেশ উত্তেজনা রয়েছে। কিন্তু দৈনন্দিন জীবনে নানান ব্যস্ততা থাকায় অনেকেই টেলিভিশনে সে খেলা উপভোগ করার খুব একটা সুযোগ পান না। তবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে ভক্তরা দেখতে পারেন সিরিজ বাঁচানো ম্যাচটি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানো ম্যাচটি টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন অ্যাপে অনলাইনে দেখার সুযোগ থাকছে। সেগুলো হলো- র‍্যাবিটহোল বিডি, টফি অ্যাপ ও মাই জিপি অ্যাপ। পাশাপাশি এখান , এখানে ও এখানে ক্লিক করে বিনামূল্যে ম্যাচের লাইভ স্কোর, কমেন্ট্রি ও ছবিসহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এদিকে বাংলাদেশে বেসরকারি চ্যানেল গাজী টিভি এবং টি-স্পোর্টসের পর্দায় দেখা যাবে শেষ ম্যাচটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130614 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 11:32:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group