• হোম > বাংলাদেশ | রংপুর > রাণীশংকৈলে পুকুর থেকে ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে পুকুর থেকে ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১৪
  • ৪৬০

 ---

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

আফাজুল ইসলাম (৩৭) একজন ভারসাম্যহীন মানসিক মৃগী রোগী, প্রায় বাড়ি থেকে বেরিয়ে পরতো। গত শনিবার ২৩ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১ টা থেকে তাকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিলেনা। অনেক খোঁজাখুঁজির পর মোমবার (২৫ অক্টোবর) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভাংবাড়ী বগুড়াপাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের পুকুরে তার ভাসমান মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়৷ আফাজুল ওই এলাকার মৃতঃ লসরত আলীর ছেলে। পরিবারের লোকজনের দাবি তিনি দীর্ঘ দিন থেকে মানসিক ভারসাম্যহীন মৃগী রোগী ছিলেন। স্থানীয় লোকজন ও নিহতের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, গত শনিবার আনুমানিক রাত ১১ টা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সোমবার ভোরে বাড়ির পাশে ভাংবাড়ী বগুড়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ইউপি সদস্যের মাধ্যমে থানা পুলিশকে জানায়।পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও পরিবারের লোক ধারনা করছে পুকুরের পানিতে ডুবে আফাজুল মৃত্যু বরণ করেছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর দুপুরে জানান, খবর পেয়ে সার্কেল এসপি রেজাউল হক স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই যুবক মৃগী রোগে ভুগছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনরকম অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130618 ,   Print Date & Time: Friday, 5 September 2025, 12:51:03 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group