• হোম > আওয়ামীলীগ | জাতীয় | বিশেষ নিউজ | রাজনীতি > বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের প্রভু বাংলার জনগণ- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের প্রভু বাংলার জনগণ- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯
  • ৪৭৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকমুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মন্ত্রী বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে খুব সমালোচনা চলছে। কে কী বলল, এগুলো এখন বিবেচনার বিষয় না। বিদেশে আমাদের কোনো প্রভু নেই, আমাদের প্রভু বাংলার জনগণ।’

‘যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে তো কী হয়েছে, আমিও নিষেধাজ্ঞা দেব, আমার জনগণ দেবে। আজ প্রধান বিচারপতি অবসরে গেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই, তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের ভিসার দরকার নেই।’

শহীদ ময়েজ উদ্দীনের ৩৯তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘এ দেশ মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌ-বহর পাঠিয়েছিল আমাদের মুক্তিযোদ্ধাদের ঠেকানোর জন্য। কিন্তু তারা পারেনি, রাশিয়া তাদের ঠেকিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘে বাংলাদেশকে স্বীকৃতি নিয়ে ভেটো দিয়েছিল। তারা বলেছে, বাংলাদেশ পৃথিবীর কাছে স্থায়ী বোঝা হবে।’

মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শহীদ ময়েজ উদ্দীন স্মৃতি পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130622 ,   Print Date & Time: Sunday, 7 December 2025, 10:42:29 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group