• হোম > ক্রিকেট | খেলা > অবশেষে মুখ খুললেন তামিম, ফেসবুক ভিডিওবার্তায় সবকিছু জানানোর ঘোষণা

অবশেষে মুখ খুললেন তামিম, ফেসবুক ভিডিওবার্তায় সবকিছু জানানোর ঘোষণা

  • বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৯
  • ৪৭৩

---আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা গণমাধ্যমকে জানিয়েছেন, তামিমই বিশ্বকাপ দলে থাকতে চাননি।

আর আনুষ্ঠানিক ঘোষণায় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ইনজুরি কনসার্ন থেকেই তামিমকে দলে রাখা হয়নি। তবে ক্রিকেট প্রেমী ও তামিম ভক্তদের দাবি ছিল, এই ঘটনার পেছনে আছে ভিন্ন ঘটনা।

দল ঘোষণার পর অনেকটা সময় চুপ ছিলেন তামিম। তবে এবার তিনি মুখ খুলেছেন। আজ বুধার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে তামিম জানিয়েছেন, গত কয়দিনে যা যা ঘটেছে তা তিনি ভিডিও বার্তায় সবাইকে জানাবেন।
তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আজকে বাংলাদেশ জাতীয় দল ভারতের উদ্দেশে রওনা দেওয়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে আমি সবাইকে বিগত কয়েক দিনের ঘটে যাওয়া ব্যাপারে কিছু কথা বলবো। গত কয়েক দিন অনেক কথাই গণমাধ্যমগুলোতে এসেছে। আমি মনে করি বাংলাদেশ দলের এবং আমার ভক্ত- সমর্থক সবারই পরিষ্কারভাবে সব কিছু জানার অধিকার রাখে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130641 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 11:28:15 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group