• হোম > জাতীয় | ধর্ম | বিশেষ নিউজ > পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা

  • বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫৭
  • ১৩৭৭

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রাপবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে আনন্দ শোভাযাত্রা।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয় জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রা। আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া এই শোভাযাত্রার আয়োজন করে।

শোভাযাত্রাটি শাহবাগ থেকে মৎস্য ভবন মোড় ঘুরে, আবারও সোহরাওয়ার্দী উদ্যানে এসে শেষ হয়। মাইজভান্ডার দরবার শরীফের বিপুলসংখ্যক অনুসারী শোভাযাত্রায় অংশ নেন।

প্রায় দেড় হাজার বছর আগে হিজরি রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ (সা.)। আবার ৬৩ বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন।

বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা: হিসেবে পালিত হয়। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী সা:-এর জীবনী আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে ইসলামী বইমেলাসহ পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বাদ মাগরিব বিশেষ দোয়ার মাধ্যমে শুরু হবে পক্ষকালব্যাপী মিলাদুন্নবীর (সা.) অনুষ্ঠান। এ ছাড়া পত্রিকায় ক্রোড়পত্র ও টেলিভিশনে অনুষ্ঠানমালা সম্প্রচারিত হবে। আজ সরকারি-বেসরকারি সব অফিসে ছুটি ঘোষণা করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130647 ,   Print Date & Time: Wednesday, 28 January 2026, 05:46:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group