• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > চরভদ্রাসন উপজেলায় ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ অন্তু জেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চরভদ্রাসন উপজেলায় ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ অন্তু জেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • রবিবার, ১ অক্টোবর ২০২৩, ০৯:১১
  • ৬২০

চরভদ্রাসন উপজেলায় ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ অন্তু জেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ অন্তু জেলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
৩০ সেপ্টেম্বর বিকেল চারটায় চর সুলতানপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে, খেলাটির সভাপতি তো করেন আনোয়ার মান্নান চক্ষু হাসপাতালের পরিচালক ডঃ মহসিন বেগ
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান,। খেলা অনুষ্ঠিত হওয়ার আগে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগতম জানান, আনোয়ারা হামিদের চক্ষু হাসপাতালের পরিচালক ডঃ মহসিন বেগ। বিশেষ অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ কাউসার , উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরসে’দ, বিশিষ্ট শিল্পপতি ওক্রিয়া সংগঠক শামসুল হক,জেলা পরিষদের সদস্য ইলিয়া বেগ, শিল্পপতি নাঈম বেগ,ইস্পাহানি ডিভিশন ম্যানেজার তরিকুল ইসলাম, আর্কিটেক মুজাহিদ বেগ, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান,এ খেলায় ঢাকার বিকেএসপি বনাম ফরিদপুর একাদশ এর মধ্য ৯০মিনিটের খেলা অনুষ্ঠিত হয়,চরম উত্তেজনা পূর্ণখেলাটি অনুষ্ঠিত হয়। এখেলায় বিকেএসপি টাইব্রেকারে ৫-৬বিজয়ী হয়। এ খেলায় সার্বিক সহযোগিতা করেন চরভদ্রাসনস্পোর্টিং ক্লাব,সুলতানপুর স্পোর্টিং ক্লাব,মৌলভীরচর স্পোর্টিং ক্লাব , ভাসানচর স্পোর্টিং ক্লাব । এলাকার বিপুল সংখ্যক ক্রিয়াপ্রেমিকউপস্থিত থেকে খেলা উপভোগ করেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130710 ,   Print Date & Time: Tuesday, 4 November 2025, 01:12:03 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group