• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > সদরপুর চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা

সদরপুর চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা

  • সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১০:০২
  • ৬২১

সদরপুর  চিরকুট লিখে  এক গৃহবধূ আত্মহত্যা
ফরিদপুর জেলা প্রতিনিধি -

ফরিদপুরের সদরপুর উপজেলায় চিরকুট লিখে টুম্পা আক্তার (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সদরপুর থানা পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

রবিবার ১১ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। নিহত টুম্পা ওই এলাকার মোশাররফ প্রামাণিকের মেয়ে এবং সাতরশি গ্রামের প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী।

পরিবার জানায়, টুম্পা প্রায় দুই সপ্তাহ আগে উপজেলার পূর্বকান্দি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসে। রবিবার বেলা ১১টার দিকে ঘরের বারান্দায় গলায়া ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় পরিবার। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

টুম্পার বাবা মোশারফ প্রমানিক জানান, স্বামীর সাথে কয়েকদিনে কয়েকদফা মোবাইলে ঝগড়া হয়। আমরা বিষয়টি স্বাভাবিক ভেবেছিলাম। তাদের আট বছরের একটি ছেলে সন্তান আছে। সকালে পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যস্ত ছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের বারান্দার আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

পুলিশ টুম্পার ঘর থেকে একটি চিরকুট পায়। সেখানে লেখা ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে সঙ্গীও ফোর্স নিয়ে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে। আমরা তার ঘরে একটি চিরকুট পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130751 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 06:11:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group