• হোম > বাংলাদেশ | বিশেষ নিউজ | রংপুর > পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলা, গুরত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি

পল্লীকবি রাধাপদ সরকারের উপর হামলা, গুরত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি

  • সোমবার, ২ অক্টোবর ২০২৩, ১২:২৯
  • ৬২০

পল্লীকবি রাধাপদ গুরত্বর আহত।
প্রহলাদ মন্ডল সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে রাথাপদ সরকার (৮০) নামের এক স্বভাবকবি খ্যাত পল্লীকবির উপর হামলার ঘটনা ঘটেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় অভিযুক্তদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেছেন। রোববার (১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান।

পল্লীকবি রাধাপদ সরকার নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোদ্ধারের পাড় গ্রামের বাসিন্দা। তার নিজ এলাকায় এ মামলার ঘটনা ঘটে। এজাহার সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে পথরোধ করে গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে পল্লীকবি রাধাপদ সরকারের উপর আক্রমণ চালায় মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নামের দুই ভাই। এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে কবির শরীরের বিভিন্ন অংশে আঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অভিযুক্তরা একই ইউনিয়নের কচুয়ারপাড় এলাকার মৃত মোহাম্মদ আলী দুই ছেলে। গুরুতর আহত পল্লীকবি রাধাপদ সরকারের ছেলে শ্রী জুগল রায় বলেন, পরিকল্পিত ভাবে আমার বাবার উপর হামলা চালায় রফিকুল ইসলাম ও কদুর আলী। পরে বাবাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। আমার বৃদ্ধ বাবাকে তারা যেভাবে মারছে, তা বলে শেষ করতে পারবো না।

আসামীদের দ্রুত গ্রেফতার করে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। এবিষয়ে ওসি আশিকুর রহমান বলেন, খবর পেয়ে তাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছি। এবং বেড পায়নি,বেডের ব্যবস্থা করে দিয়েছি। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য রাধাপদ সরকার জীবনে বেশিদুর পড়ালেখা করতে পারেননি। পড়েছেন মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত। নিজের লেখা গান,কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তার সংসার। আঞ্চলিক ভাষায় তার লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন
এলাকায় ব্যাপক সাড়া পেলেছে। ইতিমধ্যে তার লেখা কবিতা “কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না”। শিরোনামে কবিতাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায়
শতাধিক গান ও কবিতা রয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130756 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 11:01:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group