• হোম > ক্রিকেট | খেলা | বিশেষ নিউজ > এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল, আল নাসরের জয়

এএফসি চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল, আল নাসরের জয়

  • মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১০:৫৯
  • ৪০৫

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীতএএফসি চ্যাস্পিয়নস লিগে জয় নিয়ে মাঠ মাঠ ছেড়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। দলের হয়ে গোল পেয়েছেন পর্তুগিজ অধিনায়ক। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তালিস্কা।

সোমবার (২ অক্টোবর) কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলে ইস্তিকলুলকে পরাজিত করে আল নাসর। নাসরের হয়ে একটি গোল করেন রোনালদো, আর জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তালিস্কা। ইস্তিকলুলের হয়ে একমাত্র গোলটি করেন সেনিন সেবাই।

এদিন পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে আল নাসর। ৮১ শতাংশ বল নিজেদের কাছে রেখে ২৭টি শট করে প্রতিপক্ষের ওপর। যার ১০টিই ছিল অন টার্গেট। জবাবে মাত্র ১৯ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শটই করতে পেরেছিল ইস্তিকলুল।

অবশ্য ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল ইস্তিকলুল। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে ৪৪তম মিনিটে বেগানোভিচের অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন সেবাই। বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে ওঠে আল নাসর।

ম্যাচের ৬৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। পর্তুগিজ অধিনায়ক গোল করে ম্যাচে সমতা ফেরান। ম্যাচের ৭২তম মিনিটে লিড নেয় আল নাসর। এবার গোলদাতা ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিস্কা। তিনি ইয়াহইয়ার অ্যাসিস্ট থেকে গোল করে দলকে ২-১ গোলের লিড এনে দেন।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130778 ,   Print Date & Time: Friday, 29 August 2025, 05:13:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group