• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > মিরপুরে ৬তলা থেকে লাফিয়ে পড়ে নিহত স্কুলছাত্রী

মিরপুরে ৬তলা থেকে লাফিয়ে পড়ে নিহত স্কুলছাত্রী

  • মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১১:৩৩
  • ৪৪৫

ছবি: সংগৃহীত
মিরপুরের পল্লবীতে নিজ বাসার ছয়তলা থেকে লাফ দিয়ে মৃত্যু হয়েছে এক স্কুলছাত্রীর। সোমবার (২ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানায়, এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। যার প্ররোচনায় পড়ে বাসা থেকে পাঁচ ভরির বেশি স্বর্ণ চুরি করে ওই তরুণী। বিষয়টি বাসায় জানাজানি হলে মেয়েটিকে প্রহার করে তার বাবা। এরপর ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে সে। পরবর্তীতে নিহতের মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী হাসপাতালে।

নিহতের বাবা মো. জুলহাস খান বলেন, আমি জানতাম না, আমার মেয়ে প্রেম করতো। তাকে প্ররোচিত করে স্বর্ণগুলো নিয়েছে তার প্রেমিক। এ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে নিহতের পরিবার।

পুলিশ জানায়, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনোভাবে মৃত্যু, তদন্তের পর তা জানা যাবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130780 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 03:11:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group