• হোম > বিশেষ নিউজ > অক্টোবর জুড়ে খুলবে সব মেগা প্রকল্পের দুয়ার!

অক্টোবর জুড়ে খুলবে সব মেগা প্রকল্পের দুয়ার!

  • মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১১:৫৪
  • ১১৪৩

ছবি : সংগৃহীত।
অক্টোবরে খুলছে উন্নয়নের দুয়ার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে একে একে খুলে দেয়া হবে সরকারের বড় প্রকল্পগুলো। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতুতে রেল চলাচল, আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল, আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেললাইন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একাংশ। এ ছাড়া উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে ও বিআরটির কিছু প্রকল্প। এর ফলে সহজ হবে দেশের যোগাযোগ ব্যবস্থা। বাড়বে কর্মসংস্থান। বলা হয়, খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।

জানা গেছে, আগামী ৫ অক্টোবর ভার্চুয়াল অনুষ্ঠানে ‘রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের’ জন্য জ্বালানি ‘ইউরেনিয়াম’ রাশিয়া থেকে বুঝে পাবে বাংলাদেশ। ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দিবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ৭ অক্টোবর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন ‘৩য় টার্মিনাল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন উপলক্ষে সিভিল এভিয়েশন মাঠে জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

আগামী ১০ অক্টোবর ‘ঢাকা-যশোর ১৭২ কিলোমিটার রেল লিংক’ প্রকল্পের ‘ঢাকা-ভাঙ্গা’ অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জে ‘সুধী সমাবেশ’ এবং ফরিদপুরে ‘জনসমাবেশ’ অনুষ্ঠিত হবে।

আগামী ২০ অক্টোবর ‘এমআরটি লাইন-৬’ এর ‘আগারগাঁও-মতিঝিল’ অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলেদেশে নির্মিত ‘বঙ্গবন্ধু টার্মিনাল’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর মাসে ১৫-২০ তারিখের মধ্যে শুরু হবে ‘দোহাজারি-কক্সবাজার রেল লিংক’ প্রকল্পের ট্রায়াল রান। অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অক্টোবর মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ‘এমআরটি লাইন-৫ (নর্দান রুট)’ প্রকল্পের নির্মাণকাজ।

অক্টোবর মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ‘পূর্বাচল ১৪লেন সড়ক (মাঝের ৮ লেন এক্সপ্রেসওয়ে)’ প্রকল্প

অক্টোবর-নভেম্বর মাসের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ‘বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন-৩’ প্রকল্প”।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130782 ,   Print Date & Time: Wednesday, 16 July 2025, 09:17:10 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group