• হোম > ঢাকা | বাংলাদেশ | বিশেষ নিউজ > ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

ভিসানীতি নিয়ে ভাবছে না র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

  • মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১৪:৩২
  • ৪০৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) । ছবি : সংগৃহীত
ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে অস্বস্তি থাকলেও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিষয়টি নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাবের ভেতরে কোনো অস্বস্তি আছে কি না জানতে চাইলে কমান্ডার মঈন বলেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে র‍্যাবের সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এখনও তা চলমান। তাই এই বিষয় (ভিসানীতি) নতুন না। আমরা মনে করি, র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে সন্ত্রাস-জঙ্গিমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা আগের মতোই কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ভিসানীতি সুনির্দিষ্ট একটি দেশের। তারা তাদের বিবেচনায় কাজ করছে। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখনও চাঞ্চল্যকর কোনো ঘটনা ঘটলে কাজ করছি। এমন কি জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার মতো একটি জঙ্গি সংগঠনের মূল উপড়ে ফেলার কাজ র‍্যাব করেছে। এটা নিয়ে আমাদের তেমন চিন্তা নেই। আমরা আমাদের কাজ করছি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130798 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 11:07:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group