• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > বিএনপি না এলেও যথা সময়ে দেশে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

বিএনপি না এলেও যথা সময়ে দেশে নির্বাচন হবে : ওবায়দুল কাদের

  • মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩, ১৯:১৩
  • ৫৫৬

আমিন বাজারে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের। ছবি: ভিডিও থেকে নেওয়া
মার্কিন ভিসা নীতি নিয়ে আপস হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ নিয়ে নেতাকর্মীদের নির্ভয় থাকার আহ্বান জানান তিনি। কাদের জানান, বিএনপি না এলেও যথা সময়ে দেশে নির্বাচন হবে।

মঙ্গলবার বিকেলে সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘কিসের নিষেধাজ্ঞা, কিসের ভিসা নীতি, তলে তলে আপোস হয়ে গেছে। বাই্ডেনের সাথে এক সেলফিতে বিএনপি দিশেহারা হয়ে গেছে। একটা সেলফি দিল্লিতে আরেকটা নিউইয়র্কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কারও শত্রুতা নেই। সবার সাথেই সুসম্পর্ক রয়েছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা ঠিক আছি আমরাতো শান্তিপূর্ণ নির্বাচন চায়। তবে কেন ভিসা নীতি, কেন নিষেধাজ্ঞা? কেউ নিষেধাজ্ঞা দেবে না। নিষেধাজ্ঞার হুমকি-ধামকি শেষ। আমরা ভিসা নীতির পরোয়া করি না।’

বিএনপি না এলেও যথাসময়ে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভিসা নীতিতে বিএনপি প্রথমে খুশি হলেও এখন তারা চুপসে গেছে। কোমর ভাঙা দল বিএনপি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ভিসা নীতিতে ভয় পাওয়ার কোন কারণ নেই।’

সমাবেশে আওয়ামী লীগের নেতারা বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন বিএনপি এখন বিদেশীদের কাঁধে ভর করে রাজনীতি করছে। তাদের দলের নেত্রী খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে তারা ফায়দা নেওয়ার চেষ্টা করছে।

অক্টোবর মাসজুড়ে ঘোষিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই এই সমাবেশ করে আওয়ামী লীগ। এতে রাজধানীসহ সাভার আশুলিয়াসহ আশপাশের এলাকার নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে নেতারা বিএনপির সমালোচনার পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দেন। রাজধানীর প্রবেশমুখ সাভারের আমিনবাজারে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ। এতে যোগ দেন দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের সিনিয়র নেতারা।

এই সমাবেশ ছাড়াও এ মাসে সরকারের উন্নয়ন কর্মসূচি ঘিরে আওয়ামী লীগের আরও ৪টি বড় কর্মসূচি রয়েছে। ৭ অক্টোবর বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মা সেতুর রেল চলাচল উদ্বোধন, ২৩ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ করবে দলটি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130807 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 04:39:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group