• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ | বিশেষ নিউজ > চোখের সামনেই সন্তানদের দাউ দাউ করে পুড়তে দেখলেন বাবা-মা

চোখের সামনেই সন্তানদের দাউ দাউ করে পুড়তে দেখলেন বাবা-মা

  • বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১১:৪৮
  • ৬৩৯

ছবি : সংগৃহীত।
ফেনীতে ঘুমের মধ্যেই আগুনে পুড়ে দুই শিশু নিহত হয়েছে। নিহত মাইদুল ইসলাম শাহাদাত সপ্তম ও রাহাদুল ইসলাম গোলাপ দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে শহরের মধ্যম বিরিঞ্চি ফকির বাড়ি রনি হোসেনের বাসায় ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দুই সন্তানকে চোখের সামনেই আগুনে পুড়েতে দেখেন বাবা-মাসহ প্রতিবেশীরা। স্বজন ও ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্ব বিরোধের জেরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে শিশুদের হত্যা করা হয়েছে।

স্থানীয়রা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করে জানিয়েছেন, তারা আগুন নেভাতে এসে দেখেন ঘরটির প্রধান দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। যাতে ঘর থেকে কেউ বের হতে না পারে।

স্থানীয়রা আরও জানান, তাদের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে রনি হোসেনের বড় ছেলে শাহাদাতের দগ্ধ মরদেহ খাটের ওপর থেকে উদ্ধার করা হয়। আর ছোট গোলাপকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়।

এদিকে চোখের সামনেই সন্তানদের পুড়ে ছাই হতে দেখে পাগল প্রায় নিহতদের বাবা-মা রনি হোসেন ও পলি আক্তার। বারবার জ্ঞান হারাচ্ছেন মা পলি। নিহত দুই শিশুর বাবা রনি বলেন, কয়েকদিন আগে পারিবারিক কবরস্থানে অনুমতি ছাড়া প্রতিবেশী জনি আর আনোয়ার তাদের এক স্বজনের মরদেহ দাফন করতে গেলে আমাদের কথা কাটাকাটি হয়। এরপর থেকেই আমাদের দেখে নেয়ার দফায় দফায় হুমকি দেয় তারা। এরই ধারাবাহিকতায় তারা এই আগুন লাগিয়েছে।

এদিকে আগুনে পুড়ে দুই শিশু মৃত্যুর খবর শুনে ঘটনার পরপরই সেখানে যান ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পরিবারটিকে নিঃশেষ করে দিতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মো. জাকের হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে আগুন লাগার কারণ তদন্তে বেরিয়ে আসবে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130820 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 07:27:12 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group