• হোম > আওয়ামীলীগ | বিশেষ নিউজ | রাজনীতি > ইশতেহার প্রণয়নে নাগরকিদের মতামত নিচ্ছে আওয়ামী লীগ

ইশতেহার প্রণয়নে নাগরকিদের মতামত নিচ্ছে আওয়ামী লীগ

  • বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১২:০৫
  • ৯৪৩

ছবি : সংগৃহীত।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কী প্রত্যাশা করে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন দলটির ইশতেহার প্রণয়ন কমিটি।
এজন্য আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন খাত সম্পর্কে ইশতেহারে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে এবং আবারো সরকার গঠন করলে আওয়ামী লীগ কী কী নতুন উদ্যোগ গ্রহণ করতে পারে এ বিষয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং কমিউনিটি লিডাররে কাছে মতামত আহ্বান করেছে আওয়ামী লীগ।

আগামী ২০ অক্টোবরের মধ্যে মতামত প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব ও দলের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

নির্বাচনী ইশতেহার প্রণয়নে নাগরিকদের মতামত চেয়ে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী একমাত্র রাজনৈতিক দল। বাংলাদেশের সব অর্জন আওয়ামী লীগের হাত দিয়েই এসেছে। শুধু স্বাধীনতা অর্জন কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠা নয়, রাষ্ট্রের সার্বভৌমত্ব চিরস্থায়ী ও টেকসইকরণ এবং এর অর্থনীতির মজবুত ভিত্তিমূল জাতির পিতা তৈরি করে গেছেন।

‘জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নিরাপত্তা ও মুক্তি অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় পথনকশা ও নির্দেশনা তিনি দিয়ে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এই পথনকশা ও নির্দেশনা বাস্তবায়নে তাঁর চার মেয়াদে দেশে যুগান্তকারী উন্নয়ন সাধন করেছেন। পিতার পর কন্যার হাত দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন হয়েছে। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।’

বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিটি নির্বাচনী ইশতেহারে জাতিকে প্রদত্ত প্রতিটি অঙ্গীকার শতভাগ প্রতিপালন করেছে উল্লেখ করে এতে বলা হয়, ‘শুধু তাই নয়, আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারেই সরকারের নির্দিষ্ট মেয়াদের বাইরে দীর্ঘমেয়াদি নানা উন্নয়নের পথনকশা ছিল। এর প্রতিটিই অত্যন্ত সুচারুভাবে বাস্তবায়িত হয়েছে।’

সেলিম মাহমুদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এই উপ-কমিটির আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। গণমানুষের দল আওয়ামী লীগের ইশতেহার কেবলমাত্র একটি দলীয় ইশতেহার নয়। এটি প্রকৃত অর্থে গোটা জাতির ইশতেহার।

মতামত প্রেরণের ঠিকানা: সদস্য সচিব, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়, বাড়ি ৫৩, সড়ক, ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130822 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:43:44 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group