• হোম > জাতীয় | নির্বাচনী সংবাদ | বিশেষ নিউজ > দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার উপায় আছে জানালেন আইনমন্ত্রী

দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার উপায় আছে জানালেন আইনমন্ত্রী

  • বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ১৪:২৩
  • ৫০৯

কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে একটি উপায় রয়েছে। আর সেটি হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করা।

আইনমন্ত্রী বলেন, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয় সেটি প্রমাণ করতে আর কত মহানুভবতা দেখাতে হবে। বেগম জিয়ার পরিবার বিদেশে চিকিৎসার বিষয়ে দরখাস্ত করেছিল, সেই দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে। তার সাজার বিষয়টি যে অবস্থায় আছে সেই বিষয়ে আইনে কোথাও বিদেশে পাঠানোর সুযোগ নেই। খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান আইনমন্ত্রী।

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, যেকেউ রাষ্ট্রপতির কাছে সাজা মওকুফ চেয়ে আবেদন করতে পারে। তবে এক্ষেত্রে তাকে দোষ স্বীকার করতে হবে।

বিস্তারিত আসছে…


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/130827 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 10:32:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group